January 26, 2021

বীমাদাবী চেক হস্তান্তর

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর মান্নান এজেন্সীর সম্মানীত বীমা গ্রাহক জনাব মো: আব্দুর রহিম হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন। চার্টার্ড লাইফ জনাব মো: আব্দুর রহিমের মৃত্যুতে মৃত্যুদাবী বাবদ ৫,০০০০০/- (পাঁচ লক্ষ) টাকার চেক তার মাতা রেহেনা বেগমের হাতে তুলে দেন। জনাব রহিম মাত্র দুইটি প্রিমিয়াম জমা দিয়ে উক্ত বীমাদাবী লাভ করেন। চেক হস্তান্তর করেন কোম্পানীর সম্মানিত সিইও জনাব জিয়াউল হক। এসময় উপস্থিত ছিলেন কোম্পানীর ডিএমডি মোঃ এমদাদ উল্লাহ, মো: কামরুজ্জামান, (ম্যানজার অ্যান্ড হেড পিওএস অ্যান্ড ক্ল্যাইম) মোঃ মীর কাদিম সেতু (সিনিয়র সেলস ম্যানজার), মো: লোকমান হোসেন (এসিস্ট্যান্ট সেলস ম্যানজার), এবং মো: আব্দুল মান্নান (ব্রাঞ্চ ম্যানেজার)। চার্টার্ড লাইফ দ্রুততার সঙ্গে তার সম্মানীত সকল বীমা গ্রাহককে সকল ধরণের বীমা সুবিধা প্রদানে সবসময় অঙ্গিকারাবদ্ধ।

read more